এবার শেখ হাসিনার চরিত্রে ধরা দিলেন নুসরাত ফারিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:০১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ছবিতে তার পরনে রয়েছে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। গলায় সোনার গয়না ও হাতে একটি লাল গোলাপ। নতুন লুকের সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “তার বিয়ের সময়ে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাবে আগামী ১৩ অক্টোবর।’’ প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে ভাগ করে নিয়েছেন ফারিয়া।
অভিনেত্রী বলেন, “প্রথম প্রস্তাব আসা থেকে শুরু করে এখনও পর্যন্ত খুব সুন্দর একটা সফর শেষ করলাম। সকলে এত পরিশ্রম করে সিনেমাটা তৈরি করেছেন। সেটা এবার মুক্তি পাচ্ছে, ভেবেই আমার ভালো লাগছে।’’ শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি বলে জানান নুসরাত ফারিয়া।
তার ভাষ্যে, “জানার পর নিজেকে আমার দেশের সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল। কারণ, এর আগেও কেউ কখনও পর্দায় তার চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে কেউ করবে কি না সেটাও জানি না।
“আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনোদিন অভিনয় না করি, তাহলেও এই চরিত্রে অভিনয়ের সুযোগ অর্জন করেছি সেটাই আমার কাছে পরম প্রাপ্তি।’’ এ চরিত্রে নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা স্বয়ং প্রধানমন্ত্রীও জানেন। এ নিয়ে এক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছিল তার।
শেখ হাসিনা তাকে কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা’ এ প্রশ্নের জবাবে নুসরাত বলেন, “উনি আমাকে কনফিডেন্ট থাকতে বলেছিলেন। আর বলেছিলেন, আমার মত করে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে।’’
বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা।
অনুষ্ঠানে প্রধানমনন্ত্রী বলেন, “আগামীকাল পুরো বাংলাদেশে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি মুক্তি পাবে। দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, ইতিহাসের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। আমার মা, আমার দাদা দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।”
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখার আহ্বান প্রধানমন্ত্রীর শুক্রবার সারাদেশের ১৫৩টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ৬০ শতাংশ আর ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল ২০২১ সালের ২২ জানুয়ারি। শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে।
সিনেমায় আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ছাড়াও ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
অন্যান্য চরিত্রে করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী। আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ‘মুজিব: একটি জাতির রূপকার’।