avertisements 2

পদ্মা সেতু দিয়ে ছুটছে ট্রেন, উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:১৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পাড়ি দিল স্বপ্নের ট্রেন। এতে যোগাযোগের নতুনমাত্রা যোগ হলো। এতে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ।

প্রকল্পের ঢাকা-ভাঙা অংশের ট্রেন চলাচলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে রেল নেটওয়ার্কের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো স্বপ্নের পদ্মা সেতু। এরই মধ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার রেলপথসহ মাওয়া স্টেশন ট্রেন চলাচল শুরু হয়েছে।

পদ্মা সেতু দিয়ে ছুটছে ট্রেন, উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। বিষয়টি যেন এ অঞ্চলের মানুষের কাছে এখনো স্বপ্নের মতো। শরীয়তপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নতুনমাত্রা যোগ হলো। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনেও ব্যবসায়ীরা ঝুঁকবেন রেলপথে।

ট্রেন চালুর পর সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ এ অঞ্চলের সর্বস্তরের মানুষ নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ সুবিধার পাশাপাশি সবক্ষেত্রে লাভবান ও সুফল ভোগ করবেন। বাঁচবে অর্থ, বাঁচবে সময়। বাড়বে ব্যবসা-বাণিজ্যের পরিসর। ফলে দক্ষিণাঞ্চল তথা শরীয়তপুরের সর্বস্তরের মানুষ আনন্দিত-উচ্ছ্বসিত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2