মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, মৃত্যু ৪ জনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০২:৪০ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
ঢাকার মিরপুরে ঝিলপাড় বস্তি এলাকায় বৃষ্টির জমা পানিতে বিদ্যুতের তার পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। নগর গোয়েন্দা শাখার এস আই দুলাল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে বলেন, নিহতদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন-মিজান (৩৫), মুক্তা (৩০), টোটু (৭), অনিক (২০)। এদের মধ্যে মিজান ও মুক্তা স্বামী-স্ত্রী এবং তাদের শিশু সন্তান টোটু। তবে নিহত অনিকের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
দুলাল চন্দ্র বসাক জানান, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির সময় রাস্তায় বিদ্যুতের তার ছিড়ে পড়ে। এ সময় বৃষ্টির পানিতে সড়কে হাঁটুপানি জমে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাঁচজন পানিতে ডুবে যায়। মায়ের কোলে থাকা এক শিশু পানিতে ভেসে বেশ দূরে চলে যায়। বিদ্যুতের তার পানিতে পড়ার বিষয়টি আশেপাশের লোকজন বুঝতে পেরে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। সুপার হোস্টেলের বাসিন্দা দুরন্ত মানবজমিনকে বলেন, বৃষ্টির সময় আমরা এখানেই ছিলাম।
একটু পর পরই আকাশে বজ্রপাত হচ্ছিল। এরইমাঝে মাদ্রাসা এবং দোকানের সামনের ফুটপাতে একত্রে বেশ কয়েকজনকে বৃষ্টির পানির মধ্যে পড়ে যেতে দেখলাম। কিছু বুঝে উঠার আগেই মানুষের হইচই শুরু হয়ে গেল। বেশ কিছু সময় পরে পুলিশের গাড়ি আসে। পরে তাদের সবাইকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। একটু আগে খবর পেলাম ৪ জনের মৃত্যু হয়েছে।
ঝিলপাড় বস্তির সামনেই কথা হয় রিকশা চালক আমিনুলের সঙ্গে। আমিনুল বলেন, বৃষ্টির সময় এদিকে আছিলাম। হঠাৎ দেখি পানির মধ্যে মানুষ ভাসতাছে। আর হাত-পা কাঁপতাছে। দেইখা ভয় পাইছি। বৃষ্টি অইলে রাস্তায় যেমতে পানি জমে, তহন আর এইডারে রাস্তা কওন যায় না।