avertisements 2

হঠাৎ সংসদ ভবনে সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:৩৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ক্রিকেটার সাকিব আল হাসান সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ সংসদ ভবনে আসেন। পরে তিনি সংসদে প্রধানন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। পরে প্রায় ৪৫ মিনিট পরে তিনি সংসদ থেকে বের হয়ে যান। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কি আলাপ হয়েছে তা কেউ জানাতে পারেননি।

জানা যায়, একাদশ সংসদের অধিবেশন চলাকালে প্রথমে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদ লবিতে প্রায় ১৫ মিনিট বৈঠক করেন। পরে বিসিবি প্রধানের সঙ্গে বের হয়ে সংসদের প্রধানমন্ত্রী লবির দিকে যান। তখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রবেশ করেননি। সাকিব অপেক্ষায় থাকা অবস্থায় নাজমুল হাসান পাপন সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। ফলে সাকিবকে একাই অপেক্ষা করতে হয়েছিল। এ সময় সাকিবের সঙ্গে ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন। এর প্রায় ২০ মিনিট পরে সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর লবি থেকে বিদায় নেন। তবে কী বিষয়ে সাকিবের সঙ্গে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

চলমান এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব কেন ঢাকায় ফিরে এসেছেন, তার কারণ জানা যায়নি। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। তার আগে অন্তত পাঁচ দিন সময় হাতে রয়েছে। এ সময়টাতে ঢাকায় বিশেষ কোনো কাজে তিনি ফিরে এলেন। তবে ধারণা করা হচ্ছে, শুধু পরিবারকে সময় দিতেই ঢাকায় এসেছেন টাইগার দলপতি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2