avertisements 2

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা, সতর্ক করলো ভূমি মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ১১:১০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ভূমি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন চক্র অর্থ আত্মসাতের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ওই নিয়োগ সংক্রান্ত প্রতারণা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। রবিবার (২০ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি প্রকল্পে নিয়োগ হচ্ছে বলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দফতর, সংস্থা ও প্রকল্পে চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয় কিংবা এর দফর ও সংস্থায় নিয়োগের যেকোনও তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর ও সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর ও সংস্থাগুলোর সব ধরনের নিয়োগ কার্যক্রম প্রচলিত বিধিবিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা হয়। দুর্নীতির মাধ্যমে কিংবা অর্থের বিনিময়ে ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দফতর ও সংস্থায় নিয়োগের কোনও সুযোগ নেই। নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচলিত দৈনিক পত্রিকা, মন্ত্রণালয় এবং দফতর ও সংস্থাগুলোর নিজস্ব ওয়েবসাইটে নিয়ম মেনে প্রকাশ করা হয়। এখানে চাকরি দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2