বুধবার থেকে কমতে পারে ভারী বৃষ্টিপাত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:২৭ এএম, ১৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৫

খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী ৯ আগস্ট (বুধবার) থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আজকেও আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছি, দেশের অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।’
তিনি বলেন, ‘এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।’ এদিকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কেউ ভোট দিতে পারবেন না

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা
