avertisements 2

হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুলাই,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন উপস্থিত জোটের নেতারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের শেষ সময় হিরো আলমের ওপর আক্রমণ করা দুঃখজনক। যারাই এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এই হামলায় যদি দলীয় কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’ গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূচনা বক্তব্যের পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের কথা শোনেন। তাদের বক্তব্যে ওঠে আসে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, ‘এ ঘটনা দুঃখজনক। এমনকি এই হামলার সঙ্গে যদি আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যেসব বিদেশী শক্তি চাপ সৃষ্টি করবে, তা মেনে নেয়া হবে না। দেশের রাজনীতিতে বিদেশীদের কারো মাতব্বরি কাম্য নয়। আমাদের দেশের রাজনীতির সমস্যা নিজেরাই সমাধান করব।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2