তামিমের অবসর-সিদ্ধান্তে পরিবর্তন, থাকছেন অধিনায়কও
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুলাই,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:০৮ এএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

ভক্তদের জন্য সুসংবাদ। হঠাৎ নেয়া অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলেছেন তিনি। নেতৃত্বেও ফিরবেন এশিয়া কাপ থেকে। অধিনায়ক হিসেবে যাবেন বিশ্বকাপেও।
তবে সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না তামিমের। খেলা হচ্ছে না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতেও। এক মাসের ছুটি নিয়েছেন তিনি। ফিরবেন এশিয়া কাপ দিয়ে।
এর আগে শুক্রবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য মাশরাফী বিন মোর্তজাকে নিয়ে গণভবনে যান তামিম।
তার পরই তামিম ভক্তদের জন্য এলো এ সুখবর। বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎই সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওপেনার ও অধিনায়ক তামিম। তারপর থেকেই বিষয়টি দেশজুড়ে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

হঠাৎ কোটা ব্যবস্থা নিয়ে ফেসবুকে আসিফ নজরুলের পোষ্ট

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী, লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতির

আল জাজিরার প্রতিবেদন: হাসিনার পতনে ভূমিকা রাখা র্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?
