আগারগাঁও থেকে খুলনা ও বরিশালের ভোটে নজর রাখছে ইসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ১২:০২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ জুন) ভোটগ্রহণের শুরু থেকে নির্বাচন কমিশনের পঞ্চম তলায় কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে দুই সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর একসঙ্গে ভোট করছেন।
দুই সিটিতে নির্বাচনে কোন ধরনের অনিয়ম, ভোটদানে বাধাদানসহ গোপন বুথে অযাচিত মানুষের উপস্থিতি ঠেকাতেই ইসির এই তৎপরতা। সবশেষ গাজীপুরের ভোটে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে দু'জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিল ইসি।
এদিকে, বরিশাল ও খুলনা সিটিন নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে মাঠে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কেন্দ্র পাহারায় মোতায়েন করা হয়েছে ১৬ থেকে ১৭ জনের ফোর্স। মাঠে নির্বাচনী আচরণ প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়া রয়েছে ইসির নিজস্ব পর্যবেক্ষক টিম। নির্বাচন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে।