avertisements 2

দ্বিতীয় দিনেও খোঁজ মেলেনি চট্টগ্রামে নালায় পড়া সেই পথচারীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:২০ এএম, ৬ মার্চ, বুধবার,২০২৪

Text

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে যাওয়া ছালেহ আহমেদকে (৫৫) ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের জন্য খালের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শফিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ায় নিখোঁজ ব্যক্তির মরদেহ ভেসে উঠতে পারে। তাই নজর রাখা হয়েছে।  

ছালেহ আহমেদের বাড়ি চট্টগ্রামের পটিয়ার মনসার টেক এলাকায়। নগরের চকবাজারে তিনি সবজির ব্যবসা করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি দরবার শরীফে যাচ্ছিলেন। 

বাস ধরতে পাঁচলাইশ থানার মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এলে হঠাৎ করে পড়ে যান একটি নালায়। তীব্র স্রোতে মুহূর্তেই তলিয়ে যান। ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল ও রেসকিউ টিমের ছয় সদস্য উদ্ধার কাজ চালান।


মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যায়। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

ছালেহ আহমেদের ছেলে মাহিন জানান, তার বাবা চকবাজারে সবজি বিক্রি করেন। সকালে মাইজভাণ্ডার দরবার শরীফে যেতে বের হন তিনি। এর মধ্যেই তিনি হঠাৎ করে নালায় পড়ে তলিয়ে যান। বাবার কোনো হদিস না পেয়ে দিকবিদিক ছুটোছুটি করতে দেখা যায় মাহিনকে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2