পানি পড়ায় কাজ না এক নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা!
পানি পড়ায় কাজ না এক নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রামের বাঁশখালীতে পানি পড়ায় কাজ না হওয়ায় ফাতেমা বেগম (৪৬) নামে এক নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা করেছে এহছান(২২) নামে এক যুবক। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে নিহতের শিশু মেয়ে বৃষ্টি (১০) রাবেয়া বেগম (৩৫) ও পাখি আকতারসহ (২০) তিনজন গুরুতর আহত হয়েছে।
সোমবার উপজেলার শিলকুপ মোস্তাক আহমেদ সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা মো: ইব্রাহিমের ছেলে এহছানকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
নিহত ফাতেমা বেগম ওই বাড়ির মোস্তাক আহমেদ শিকদারের স্ত্রী তিনি স্থানীয় বৈদ্য (তাবিজ ঝাড় ফুয়ের কাজ করতো)।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক যুবক ওই মহিলার কাছে স্থানীয় এক মেয়েকে পাওয়ার জন্য তার কাছ খেকে বিভিন্ন সময়ে তাবিজ ও পানি পড়া নিত। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সোমবার সকালে ওই বৈদ্যর কাছে এহছান আসে তখন ওই নারী তাকে একটি ডাবে ফু দিয়ে তাকে একটি দা দিয়ে কেটে খেতে বলে। এ সময় ক্ষিপ্ত এহছান তাকে কোপাকে থাকে। তাকে বাঁচাতে এসে ওই তিনজন গুরুতর আহত হয়।
তিনি বলেন, রাতে লাশের ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।