শিক্ষককে প্রকাশ্যে চড় মারলেন আওয়ামী লীগ নেতা
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ১৪ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট:  ০৫:৪২ পিএম,  ৩০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫
                                
 
                        
                    কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ ভূঁইয়ার বিরুদ্ধে এক স্কুল শিক্ষককে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। প্রায় এক সপ্তাহ পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামকে মারধর করেন আব্দুর রশিদ ভূঁইয়া। ভুক্তভোগী শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, আব্দুর রশিদ ভূঁইয়া নিজে মারধর করেছেন এবং বখাটে ছেলেদের ডেকে এনে লাঞ্ছিত করছেন। স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ বিষয়টির সমাধানের চেষ্টা করছেন।
অভিযোগের বিষয়ে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা চেয়ারম্যান বিষয়টি দেখছেন। এ বিষয়ে আপনাদের সঙ্গে পরে কথা বলব।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 
                                     
                                     
                                     
                                     
                                    


