রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ৮ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট:  ০৫:৫৮ পিএম,  ৩০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫
                                
 
                        
                    কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিবদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। শুক্রবার (৭-জুলাই-২৩) ভোর সকাল ৬ টার দিকে ক্যাম্প ওয়েষ্ট-৮ এ-এ এই লোমহর্ষক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ক্যাম্প ৮ ডাব্লিউ ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ ব্লকের হামিম (১৬), ক্যাম্প১০, এইচ ৪২ ব্লকের মো: নজীবুল্লাহ, ক্যাপ-৩ বি ১৭ ব্লকের নুর আমিন ও অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে এপিবিএন-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, " আজ ( শুক্রবার) সকালে দুটি বিবদমান গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে, অপর আহত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।"
এ ঘটনায় ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। এপিবিএন পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রোহিঙ্গাদের সুত্রে জানা যায়, ক্যাম্পে পরস্পর বিরোধী দুটি পক্ষ ( আরএসও ও আরসা) এর মধ্যে বেশ কিছুদিন যাবৎ রোহিঙ্গাদের নানা বিষয়ে মত বিরোধ দেখা দিলে উভয় গ্রুপের সশস্ত্র দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও উক্তি করে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় আজকের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে নিহতরা সবাই আরসার সদস্য। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ ব্যাপারে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মো: ফারুক আহমেদ ( মিডিয়া ও অপারেশন) বলেন, " ক্যাম্পে বিবদমান অনেক গ্রুপ রয়েছে। এসব একাধিক সশস্ত্র গ্রুপের অন্তদ্বন্ধে প্রতিনিয়ত খুনাখুনিসহ বিভিন্ন অপকর্ম চলছে। এপিবিএন পুলিশ তাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রন করে গেলেও আজকের ঘটনা আমাদেরকে আরো বেশি সজাগ ও নিবিড়ভাবে অপরাধী ও সন্ত্রাসী নির্মুলে কাজ করার প্রয়োজনীয়তা কথা ঈঙ্গিত প্রদান করেন। কে আরসা কে আরএসও সেটা বড় কথা নয়। ক্যাম্পে কোনপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল রিপোর্ট করে পোস্টমর্টেম করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


 
                                     
                                     
                                     
                                     
                                    


