আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:৪২ এএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫

আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এবং কমিউনিটি নেতা প্রদ্যুৎ সিং চুন্নু মারা গেছেন। গত ৩১ ডিসেম্বর সিডনির প্রিন্স অব ওয়েলস্ হাসপাতালের চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ট্রোক জনিত কারনে গত ২৮ ডিসেম্বর থেকে ঐ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিত্সাধীন ছিলেন। আগামী ৭ই জানুয়ারি রুকউড কবরস্থান তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুর খবরে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার দলীয় নেতা কর্মী ও শুভানুধ্যায়ী মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক প্রকাশ করতে দেখা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি ড: সিরাজুল হক , সিডনি আওয়ামী লীগ শাখার সাঃ সম্পাদক ফয়সাল আজাদ সহ আরো অনেকে প্রদ্যুৎ সিং চুন্নুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।