অস্ট্রেলিয়ায় যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০০ পিএম, ৩ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:৪৯ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
গত ৩০ শে অক্টোবর সিডনিস্থ মিন্টো ফিলিপ স্ট্রীট কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে কেক কেটে উদযাপন করা হয়।
কেক কাটার পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে অভিনন্দন বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল ইসলাম নিরব।এই সময় তিনি প্রবাসে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলন আরো বেগবান করার লক্ষে যুবদলকে কাজ করার আহবান জানান। জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজুর পরিচালনায় আর ও বক্তব্য রাখেন যুবদল অস্ট্রেলিয়া সাধারন সম্পাদক খাইরুল কবীর পিন্টু, সিনিয়র সহসভাপতি ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউসাউথওয়েলস যুবদলের সভাপতি শেখ সাইফ, সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম, কুদ্দুসুর রহমান,মোহাম্মদ তোফাজ্জল হোসেন,মিলন ফকির,মো: হাসনাত হোসেন,নুর মোহাম্মদ,সাইফ ,নাসির উদ্দিন বাবুল ও অন্যান্য নেতৃবৃন্দ।,বক্তারা দেশের ঘুম,খুন,ধর্ষন দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীদের দায়ী করে এদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান,এবং দেশের জনগনকে দেশের গনতন্ত্র,ভোটাধিকার ,বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য রাজপথে নামার জন্য আহবান জানান।