বৈরী আবহাওয়ার কারণে ২৪ সেপ্টেম্বর ক্যাম্বেলটাউনে অনুষ্ঠিতব্য মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩১ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সিডনির ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল আয়োজন করেছিলো মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড)। কিন্তু বৈরী আবহাওয়ার কারনে উৎসবটি স্থগিত করেছে আয়োজক কমিটি। আজ সংগঠনের জরুরী বৈঠকের পর আয়োজক কমিটির প্রধান মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের সভাপতি এনাম হক ও জেনারেল সেক্রেটারী সফিকুল আলম সফিক বিষয়টি নিশ্চিৎ করেছেন।
তারা আরো জানিয়েছেন মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের নতুন স্হান ও তারিখ খুব শীঘ্রই ঘোষনা করা হবে ।