সিডনির ক্যাম্বেলটাউনে ২৪ সেপ্টেম্বর মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, চলছে ব্যাপক প্রস্তুতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩১ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
সিডনির ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। মেলার আয়োজক মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড) এর উদ্যোগে সিডনির বহুজাতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে করা মেলা উদযাপন পরিষদের তত্ত্বাবধানে চলছে মেলার ব্যাপক প্রস্তুতি। প্রতিদিনই নাচ, গান, অভিনয়ের রিহার্সাল হচ্ছে।
মাল্টিকালচারাল ফেস্টিভ্যালকে সফল করার জন্য মেলা উদযাপন পরিষদ এরই মধ্যে প্রায় প্রতিদিন বহুজাতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে মতবিনিময় সভা করছেন। এই মেলাকে অস্ট্রেলিয়ার বহুজাতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে উপস্থাপন করতে সবার মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এখন সেগুলো বাস্তবায়নের জন্য ব্যপক প্রস্তুতি চলছে। শিশুদের জন্য বেশ কিছু নতুন ইভেন্ট হিসেবে যুক্ত হচ্ছে।
দিনভর বহুজাতিক সাংস্কৃতিক আনুষ্ঠানে ভরা থাকবে মেলা মঞ্চ। স্টলগুলোতে থাকবে বিভিন্ন কমিউনিটির ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বিভিন্ন খাবার ও প্রদর্শনী।
আয়োজক কমিটির প্রধান মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের সভাপতি এনাম হক জরুরী পারিবারিক কারনে অস্ট্রেলিয়ার বাইরে অবস্হা করলেও উৎসবটি সফল করতে দিন রাত বিভিন্ন ভাবে খোজ খবর নিচ্ছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি উৎসবটি সফল করতে সকলের প্রতি আহবান জানান।
সংগঠনের জেনারেল সেক্রেটারী সফিকুল আলম সফিক জানান স্হানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে ফুড স্টল, ফ্যাশন স্টলসহ রকমারি মেলা। ছোটদের জন্য ফেস পেইন্টিং সহ আরো নানান আনন্দের আয়োজন। থাকবে লাইভ স্টেজ পারফর্মেন্স । একটি পরিপুর্ন বিনোদন আয়োজন। আশা করছি ইন্টার স্টেট ও দূরের সাবার্ব গুলো থেকে অংশগ্রহনকারিরা এবারের মাল্টিকালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহন করবে ।
আয়োজক কমিটির অন্যতম আশিকুর রহমান এ্যাশ জানিয়েছেন মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল সফল করতে সংশ্লিষ্ট সকলে কঠোর পরিশ্রম করছে। তিনি সকলের জন্য সহযোগীতা কামনা করেন।