সিডনিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ১০:৩২ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের এক মিলন মেলা গত ১৪ই আগস্ট সিডনির রকডেল রেড রস ফাঙ্কশন সেন্টারে অনুষ্ঠিত হয়। কোভীড় নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ দিন পর অনুষ্ঠিত এই মিলন মেলা ঘিরে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের মধ্যে ব্যাপক প্রাণ চঞ্চল ছিল অনুষ্ঠানের পরিকল্পনার শুরুতেই। অত্যন্ত স্বল্পসময়ের প্রস্তুতিতে সিডনিতে বসবাসকারী ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের ব্যাপক উপস্থিতি লক্ষণীয় ছিল। দূরদূরান্ত থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্ররা তাদের সহপাঠী এবং সমসাময়িক ছাত্রছাত্রীদের দেখার জন্য ছুটে আসেন।
সন্ধ্যে ৭টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সিডনিতে বসবাসকারী চিকিৎসকদের সন্তানেরা এর পর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ডাঃ রাসেল- ডাঃ কেয়া দম্পতির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা পর্বে প্রাক্তন ছাত্ররা নিজেদের পরিচয় প্রদান করেন। সূচনা পর্ব শেষে ডাঃ একরামের সাবলীল উপস্থাপনায় শুরু হয় সিডনীর সঙ্গীতাঙ্গনের তারকা সাজ্জাদ হোসেনের প্রাণবন্ত পরিবেশনা। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারের সদস্যরা নেচে গেয়ে এবং অভিনয় করে সাজ্জাদ হোসেনের প্রাণবন্ত পরিবেশনা উপভোগ করেন। পরবর্তীতে প্রাক্তন ছাত্রছাত্রীরা যৌথভাবে "আজ মন চেয়েছে আজ হারিয়ে যাবো" এবং "যদি তোর ডাক শুনে কেউ না আসে" এই গান দুটি পরিবেশন করেন যার নেতৃত্বে ছিলেন ডাঃ জলি।
ডাঃ রুবাইয়াৎ- ডাঃ নুরিন দম্পতির পরিবেশনায় স্মৃতিচারণ পর্বে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাঝে তাদের সময়ের পাশাপাশি সিনিয়র এবং জুনিয়র ছাত্র ছাত্রী দের সময়কার ঘটনাবলী জানার জন্য ব্যাপক কৌতূহল পরিলক্ষিত হয়েছে।
ডাঃ মিহির - ডাঃ তিথী দম্পতি প্রাক্তন ছাত্রদের সংগঠনিক কার্যকলাপের বিবরণ দেন। পরবর্তীতে প্রাক্তন ছাত্রছাত্রীরা গ্রুপ ফটোসেশন করেন। ডাঃ নাহিদের তৈরী ময়মনসিংহ মেডিকেল কলেজের লোগো সম্বলিত চমৎকার ফটোফ্রেম ঘিরে ছবি তোলার জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের ব্যস্ততা সবার নজর কেড়েছে। অনুষ্ঠানের শেষাংশে সিডনি প্রবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রবীণতম ছাত্র ডাঃ কামাল এবং নবীনতম ছাত্রী ডাঃ তামান্না, ডাঃ তাহা কেক কেটে অনুষ্ঠানের আনন্দের মাত্রা বাড়িয়ে দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ডাঃ বাবুল প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠান সফল করার জন্য ডাঃ চন্দন এবং ডাঃ মেসবাহ সহ নিবেদিতদের পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে সকল অস্ট্রেলিয়া প্রবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে বৃহত্তর পরিবেশে রিইউনিয়ন করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য কিডস এন্টারটেইনমেন্ট এর চমৎকার আয়োজনের সাথে যুক্ত ছিলেন ডাঃ নোমান- ডাঃ নীতু দম্পতি। অনুষ্ঠানে রেফেল ড্র এবং নৈশভোজের ব্যব্স্থা ছিল। রাফেল ড্র পর্বটি পরিচালনা করেন ডাঃ নাহিদ, ডাঃ তাহা এবং ডাঃ তামান্না। অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের পূর্ববর্তী মিলন মেলার স্লাইড শো এর প্রদর্শনীটি ছিল চিত্তাকর্ষক।
কোভিডকালীন সামনে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতার স্থির চিত্র এবং বাংলাদেশে অবস্থানকারী একজন প্রাক্তন ছাত্রকে সহযোগিতার তথ্য উপস্থাপন করা হয়। রাত এগারোটায় এই চিত্তাকর্ষক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।