avertisements 2

শরনার্থীদের স্থায়ী ভিসার দাবীতে সিডনির টাউন হলে সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০৩ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

গত ২৪ জুলাই  ২০২২ রবিবার দুপুরে  সিডনি সিটির টাউনহলে অস্ট্রেলিয়াতে বসবাসরত শরনার্থীদের স্থায়ী ভিসার দাবীতে রিফিউজি অ্যাকশন গ্রূপ দ্বারা আয়োজিত  সমাবেশে অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান গ্রীন পার্টির সিনেটর  Hon David Shoebridge. বিগত লিবারেল সরকারের ইমিগ্রেশন আইনের কঠিন সমালোচনা করে তিনি বর্তমান লেবার সরকারকে বিশেষ অনুরোধ জানান সকল  রিফিউজিদেরকে স্থায়ী ভিষার সুবন্দোবস্ত করার জন্যে। এছাড়াও তিনি ২ আগস্ট ২০২২ পার্লামেন্ট অধিবেশনে রিফিউজিদের বিষয়ে আলোচনা উত্থাপন করবেন বলে জানান। 

দুপর ২ টা থেকে সিডনি ও সিডনির বাহির থেকে বিভিন্ন প্লে কার্ড ও বড় বড় ব্যানারে বিভিন্ন ভাষাভাষীর শরণার্থীরা দলে দলে টাউনহল প্রাঙ্গণে স্লোগানসহ আসতে থাকে।  অস্ট্রেলিয়ার প্রথম সারির জাতীয় মিডিয়া, সাংসদ, মানব অধিকার সংস্থা,অস্ট্রেলিয়ান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন দেশের হাজারো রিফিউজির এক বিশাল সমাবেশে গোটা এলাকা মুহূর্তে হয়ে উঠে দাবী আদায়ের প্লাটফর্ম হিসেবে। 

বাংলাদেশী রিফিউজি অব অস্ট্রেলিয়া ইন্ক (BRA) উক্ত সমাবেশে অংশগ্রহন করে। প্রায় ২০০ বাংলদেশী রিফিউজি বিশাল ব্যানারে স্লোগান দিতে দিতে টাউনহলের মেইন স্পটে প্রবেশ করে -যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। সাদা টি শার্টে সামনের দিকে সুন্দর একটি লোগো এবং পিছনের অংশে Justice for Refugees 
বাংলাদেশী রিফিউজি অব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক বিশেষ বক্তব্য রাখেন  বাংলাদেশী রিফিউজি অব অস্ট্রেলিয়ার (BRA) প্রধান উপদেষ্টা - অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক এম,এ, ইউসুফ শামীম। 
বাংলাদেশী রিফিউজি অব অস্ট্রেলিয়ার সভাপতি মোহাম্মদ নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক এমডি শফিকুল ইসলাম বাংলাদেশী রিফিউজিদেরকে চমৎকারভাবে সংগঠিত করে এক ব্যানারের নিচে যথা সময়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। উল্লেখ্য , বিগত দিনেও তারা প্রধান উপদেষ্টার সহায়তায় বড় বাস ভাড়া করে ক্যানবেরা পার্লামেন্ট হাউসের সামনে ডেমোন্সট্রেশন ও সিডনি সিটিতে বিশাল প্রতিবাদ সভা করে সকল জাতিকে চমক লাগিয়ে দেয়।

রিফিউজি প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান সরকারকে বিনীত অনুরোধ করেন -যাতে তাদেরকে একটি সুযোগ দেয়া হয়, তারাও যাতে স্হায়ী ভিসা নিয়ে জীবনের অনিশ্চয়তা দুর করতে পারে এবং বাকি কমিনিটির সাথে কাঁধে কাঁধ রেখে কমিউনিটির  উন্নতিকল্পে কাজ করে যেতে পারে।সমাপনী বক্তব্য রাখেন সমাবেশের প্রধান আয়োজক  Ian Rintoul. 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2