২৪ জুলাই সিডনির মিন্টোর খাদেম'স ডাইনে বাঙালির পার্বন
                                    
                                    
                                        
                                            নিজস্ব প্রতিবেদক
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২৩ জুলাই,শনিবার,২০২২ | আপডেট:  ০৮:৩৯ পিএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    প্রবাসে বাঙালী রসনা বিলাসের ঐতিহ্য কে ধরে রাখার জন্য তে আগামীকাল  রবিবার Khadem's Dine 2/10 Redfern Rd, Minto NSW 2566 সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত এক অনাড়ম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বাঙালী রসনা বিলাসের  উৎসব  বাঙালির পার্বন। অনুষ্ঠানটি উৎযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উৎসব সম্পর্কে জানতে চাইলে অনুষ্ঠানটির আয়োজকরা জানান এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো প্রসাবে মজাদার দেশীয় খাবারগুলো সগৌরবে টিকে রাখা। সকাল থেকেই সর্বস্তরের আগতদের মাঝে মূখরোচক দেশীয় খাবার পরিবেশন করা হবে।
 


                                    
                                    
                                    
                                    
                                    


