২৪ সেপ্টেম্বর সিডনিতে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ এএম, ৩ আগস্ট,রবিবার,২০২৫

সিডনির ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। দুপুর ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের আয়োজক মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড) এর উদ্যোগে সিডনির বহুজাতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে করা মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল উদযাপন করা হবে
দিনভর বহুজাতিক সাংস্কৃতিক আনুষ্ঠানে ভরা থাকবে মেলা মঞ্চ। স্টলগুলোতে থাকবে নিউ সাউথ ওয়েলসের বহুজাতিক ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বিভিন্ন খাবার ও পন্যের সমহার । মঞ্চ মাতাতে বাংলাদেশে সহ বহুজাতিক কমিউনিটির স্থানীয় শিল্পীবৃন্দ। ফেস্টিভ্যালে পার্টনার হিসাবে রয়েছে মাল্টিকালচারাল নিউ সাউথ ওয়েলস।