সিডনিতে তারাবীহ নামাজ পড়িয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী হাফেজের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৩ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০২:১৯ পিএম, ২ ডিসেম্বর,শনিবার,২০২৩

গতকাল ২ এপ্রিল রাতে লিভারপুল-ওলংগং সড়কে দূর্ঘটনায় আব্দুর রহমান নামে এক বাংলাদেশী কুরআনের হাফেজ মারা গেছেন।তার বয়স অনুমানিক ২০ বছর। ঘটনায় আর একজন হাফেজ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা উভয়েই সিডনির বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার দারুল উলুম জামে মসজিদের তারাবীহ নামাজে ইমামতি করতেন ।
গতকাল প্রথম তারাবিহ নামাজে পড়িয়ে দু'জন ওলংগং যাওয়ার জন্য ব্যাক্তিগত গাড়ীতে যাত্রা করেন। পথিমধ্যে তারা লিভারপুল-ওলংগং সড়কে দুর্ঘটনার শিকার হন।
নিহতের আব্দুর রহমান মৃতদেহ সিডনির লিভারপুল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
তথ্য ও ছবিঃ ফেসবুক হতে সংগৃহীত
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সিডনির ক্যাম্বেলটাউনের ডেপুটি মেয়র মাসুদ খলিলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সিডনির ক্যাম্বেলটাউনে বাংলাদেশি বংশোদ্ভূত ইব্রাহিম খলিল ডেপুটি মেয়র নির্বাচিত

বাংলাকথার প্রতিষ্ঠাতা এনাম হকের মায়ের মৃত্যুতে অস্ট্রেলিয়া বিএনপির শোক
