avertisements 2

সিডনির বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে  মত বিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০২:৪৬ এএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

গত ২৭শে মার্চ ২০২২ বঙ্গঁবন্ধু পরিষদ সিডনি, অষ্ট্রেলিয়ার উদ্যোগে লাকেম্বা স্হানীয় একটি রেষ্টুরেন্টের ফাংসন রুমে এবারের বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ সংগঠনের সভাপতি ড. মাসুদুল হক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. রতন কুন্ডু।এ অনুষ্ঠানে সিডনির অনেক মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ, সংগঠন প্রধান গন, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

টেম্পী পার্ক বৈশাখী মেলার রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ সিডনি অষ্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক  গাউসুল আলম শাহজাদাকে  নাগরিক সম্বর্ধনা দেয়া হয়। সভাপতির স্বাগত ভাষনের পর মেলার মূল সমন্বয়ক  গাউসুল আলম শাহজাদা এবারের মেলার বিস্তারিত রুপরেখা তুলে ধরেন। করোনা মহামারীর কারণে পর পর দুবার মেলা স্থগিত করতে হয়েছে। এজন্য এবারের মেলায় অনেক বেশী অংশগ্রহনের সম্ভবনা আছে বলেই ব্যাংকস টাউন পেস্ওয়ের মত বড় ভেন্যু নির্বাচন করা হয়েছে। শাহজাদা অতীতের অভিজ্ঞতার আলোকে এবারের মেলাকে ত্রুটিমুক্ত ও আরও উপভোগ্য করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। 

আলোচনায় অষ্ট্রেলিয়া বাংলাদেশ জার্নিল্ষ্ট এসোসিয়েসনের সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি, আসলাম মোল্লা, আকিদুল ইসলাম ও হাজী দেলোয়ার, একুশে একাডেমির সভাপতি, Sydneybashibangla.com এর এডমিন ইন্জিঃ আব্দুল মতিন, অমিয়া মতিন, এক্স কাউন্সিলর  শাহে জামান টিটু, ফাগুন হাওয়ার তিশা তানিয়া, আমাদের কথার পূরবী পারমিতা বোস, আবদুল্লাহ মামুন, শামীমা সুমি, বিডি হাবের সম্পাদক, আবদুল খান রতন ও সংগঠনের পক্ষে, সাংস্কৃতিক সম্পাদক, টাবু সন্জয়, দিদার হোসেন, এইচ এম লাবু, মেহেদী হাসান কচি প্রমুখ অংশগ্রহন করেন। 


এই সময় আয়োজকরা সাংবাদিক ও আগত অতিথিদের প্রশ্নের জবাব দেন ও তাঁদের গঠনমুলক পরামর্শ গ্রহন করেন। ড. মাসুদুল হক মেলাটি সার্থক করার জন্য আগত সবার আন্তরিক সহযোগীতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। 


আগামী ১৪মে বৈশাখী মেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2