avertisements 2

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো স্বাধীনতা কাপ

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল, বুধবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো স্বাধীনতা কাপ ক্যানবেরা ২০২২। ৫১তম মহান স্বাধীনতা দিবসেকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ স্পোর্টস ক্লাব ক্যানবেরা একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করে এবং আগামী বছর গুলোতে এর ধারাবাহিকতা বজায় রাখবে।  
স্বাধীনতা কাপ ক্যানবেরার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং তার স্মৃতিকে স্মরণ ।  বাংলাদেশী তরুণ যাদের বেড়ে উঠা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের কাছে স্বাধীনতা এবং তার ইতিহাস তুলে ধরার প্রেরণা নিয়ে স্বাধীনতা কাপ এর আয়োজন করে ক্লাবটি ।  চারটি দল নিয়ে স্বাধীনতা কাপ এর প্রথম সিজনটি অনুষ্ঠিত হয়ে  গেলো । চারটি দলের নাম বাংলা ফাইটার্স, ক্যানবেরা সিনিয়ার্স VIII, লেজি বয়েজ এবং দ্যা লিজেন্ডস ।  ক্যানবেরার  সকল  বাংলাদেশি  বসবাসকারীদের  স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণনের  মাদ্ধমে  এই  অনুষ্ঠান  আরো  প্রাণবন্ত  হয়ে  উঠে  ।  বাংলাদেশ স্পোর্টস ক্লাব ক্যানবেরা বিশ্বাস  করে  সময়ের  সাথে  এই  টুর্নামেন্ট  এর  মদ্ধ্যে  অস্ট্রলিয়াতে  বাংলাদেশী  তরুণদের  মাজে  স্বাধীনতার   চেতনা উন্মোচিত  করবে ।
স্বাধীতনা কাপ ক্যানবেরার প্রথম সিজনে ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে লেজি বয়েজকে হারিয়ে বিজয়ের মুকুটটি দ্যা লিজেন্ডস নিজেরদের করে নেয়, এই ম্যাচে তারা ৩ উইকেটে পরাজিত করে লেজি বয়েসকে , ১ বল হাতে থাকতে তারা চুড়ান্ত লক্ষ্যে পৌঁছে  যায়।  
আনুক ম্যাট্রিও টুর্নামেন্ট সেরা, ফয়সাল আমিন শ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং তানভীর বাসার সেরা বোলার নির্বাচিত হয়।  
বাংলাদেশ এবং তার সংইস্কৃতিকে খেলাধুলার মাধ্যমে তুলে ধরার প্রয়াস নিয়ে বাংলাদেশ স্পোর্টস ক্লাব ক্যানবেরা অনুষ্ঠিনক ভাবে 2020 সালে গঠিত হয়।  শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ স্পোর্টস ক্লাব ক্যানবেরা সফল ভাবে বাংলা ফুটবল ব্যাশ ২০২১, বাংলা ব্যাডমিন্টন ব্যাশ ২০২১ আয়োজন করে আসছে।  প্রতিটি ইভেন্ট যেন বাংলাদেশিদের একটা মিলন মেলা হয়ে উঠে।  এ ছাড়াও বাংলা ওয়ারিয়র্স ক্যানবেরা নামে তাদের একটা নিজ্যস ক্রিকেট দল আছে এবং এই দলটি  ক্যানবেরার বিভিন্ন সামাজিক ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে থাকে। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রবিউল ইসলাম, লোদী খান এবং ইরফান খান ক্লাবের অগ্রগতি নিয়ে খুব সন্তোষ প্রকাশ করেন।  তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।
বাংলাদেশ স্পোর্টস ক্লাব এর পরবর্তী আয়োজন বাংলা ফুটবল ব্যাশ ২০২২ মে মাসে অনুষ্ঠিত হবে। ইভেন্টএর সকল আপডেট পেতে চোখ রাখুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ (@BDSPORTSCC ) অথবা ওয়েবসাইট এ WWW.BDSCC.COM.AU

বিষয়:

আরও পড়ুন

avertisements 2