অষ্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন এবং বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ২৭শে মার্চ (২০২২) রবিবার মেলবোর্ন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অষ্ট্রেলিয়ার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শাহাদাত বার্ষিকী এবং বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে পরিচয় করিয়ে দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার সভাপতি এবং মেলবোর্ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা মোঃ রাশিদুল হক এবং মেলবোর্ন আওয়ামী লীগের সভাপতি ড. মাহবুবুল আলম। এরপর বঙ্গবন্ধুর জীবনের উপর একটি স্লাইড প্রেজেন্টেশন সবাইকে দেখানো হয় । এরপর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক হাসিনা চৌধুরী মিতার সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। তাকে সহায়তা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক এবং আর এম আই টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সানিয়াত ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক এবং বিশিষ্ট লেখক, গবেষক এবং এক্টিভিস্ট অমি রহমান পিয়াল। ভার্চুয়াল এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মোরল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর স্যু বোল্টন, বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জিশান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ড. সিদ্ধার্থ দে, বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি এডভোকেট ড. সিরাজুল হক, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া (ইনক) এর সভাপতি ড. রতন কুন্ড, বঙ্গবন্ধু পরিষদ সিডনী (ইনক) এর সভাপতি ড. মাসুদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ টি এ খান, নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার উপদেস্টা, জ্বালানী বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক রাশিদা হক কনিকা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক শাহানা জেসমিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শাকিল খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ভারত কমিটির সভাপতি মীর শামীম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সহ-সভাপতি পিএইচডি গবেষক বিপ্লব গোস্বামী, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের আহবায়ক জনাব বজলুর রশীদ বুলু, মতলব (দঃ) উপজেলা আওয়ামী লীগ নেতা, ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং প্রাক্তন উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বিশিষ্ট গবেষক, শিক্ষক এবং পরিচালক রাশেদ রাফি, বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারিক আঞ্জুম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সহ-সভাপতি ইশরার ওসমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সদস্য পি এইড ডি গবেষক সজল চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সদস্য মোঃ রাশেদুজ্জামান, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম সুজন, কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম মিন্টু, গাজীপুর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফউজিয়া খাতুন, বাংলাদেশ ছাত্রলীগ, অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, মতলব সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজ সরকার, সউদি আরব জেলা যুবলীগের সাধারন সম্পাদক হাজী শাহজাহান, সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সরোদ খন্দকার, হাসান রুবাইয়াত, অবনি মাহবুব, মোঃ সালেহীন, উজ্জ্বল বাদল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে আলোচনায় বাঙ্গালী জাতীয়তাবাদে সকলকে উদ্বুদ্ধ করা, বঙ্গবন্ধুর আদর্শের এবং তার নামের অপব্যাবহার রোধ, বাংলাদেশ আওয়ামী লীগে এবং এর অঙ্গসংঠনের ভিতরে স্বাধীনতার চেতনা বিরোধীদের অনুপ্রবেশ বন্ধ, বাংলাদেশে দূর্নীতি রোধে সকলের করনীয়, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা এবং কিভাবে তার হাতকে শক্তিশালী করা যায় তার উপর আলোকপাত করেন।
সবশেষে সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্যে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মেলবোর্ন আওয়ামী লীগের সভাপতি ড মাহবুবুল আলম এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার সভাপতি মোল্লা মোঃ রাশিদুল হক ।