মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন (ইনক) এর উপদেষ্টা এবং কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ এএম, ১৬ অক্টোবর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:১৬ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ১১ অক্টোবর ২০২০ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় স্থানীয় একটি রেঁস্তোরায় মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন(ইনক) এর উপদেষ্টা এবং কার্যকরী কমিটির এক যৌথ সভা সোসাইটির সভাপতি এনাম হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ১২ সেপ্টেম্বর ২০২০ গৃহীত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক প্রস্তুতকৃত সোসাইটির ২০১৯-২০২০ হিসাব বিবরনী উপস্থাপিত হলে তা’ বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে ফাইনানসিয়াল মেম্বারসংখ্যা বৃদ্ধির প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। সভা করোনা প্যানডেমিক পরিস্থিতি স্বাভাবিক হলে ৩ এবং ৪ এপ্রিল শনি এবং রবিবার ক্যাম্বেলটাউন এ্যাথলেটিকস গ্রাউন্ডে বৈশাখী ফেস্টিভাল ২০২১ পালনের সিদ্ধান্ত গ্রহন করে। এই গুরুত্বপূর্ণ সভায় সোসাইটির সভাপতি কর্তৃক করোনারালে ইন্টারন্যাশনাল ছাত্র/ছাত্রীদেরকে সহায়তা প্রদানের জন্য তহবিল সংগ্রহের কর্মসূচীকে অনুমোদন করে।
সভায় সোসাইটির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান কর্তৃক আনীত মোশন উপস্থিত সকল সদস্য বিস্তারিত আলোচনা করেন এবং এই মর্মে একমত পোষন করেন মোশনের ওপর বিস্তারিত আলোচনা শেষে সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র সহসভাপতি সিনিয়র সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবেন এই মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন। এই সময় আরো উপস্হিত ছিলেন জাহাঙ্গীর আলম, মোঃ শফিকুল আলম, আসমা আলম, আউয়াল খান প্রমুখ।