সেক্যুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া'র পূর্ণাঙ্গ কমিটি গঠন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৫ এএম, ১৩ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:২৭ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সম্প্রতি সেক্যুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া( একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি)র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির তালিকার বিস্তারিত নিম্নরূপ
উপদেষ্টা: গামা আবদুল কাদির (রাজনীতি, সমাজসেবা)
ডাঃ আবদুল কাইয়ুম পারভেজ (একাডেমিক, মুক্তিযোদ্ধা)
আকাশ আনোয়ার (সাংস্কৃতিক, পরিচালক একুশে একাডেমী অস্ট্রেলিয়া)
এনায়েতুর রহিম বেলাল (মুক্তিযোদ্ধা)
ডঃ লাভলি রহমান (পেশাদার, রাজনীতি)
ব্যারিস্টার আমজাদ খান (আইনজীবী)
মোহাম্মদ হুসেন (রাজনীতি)
সভাপতি : ডাঃ একরাম চৌধুরী (মেডিকেল, রাজনীতি)
সহসভাপতি:
মাকসুদুর রহমান চৌধুরী সুমন (আইটি, টেলিযোগাযোগ)
হাসান শিমুন ফারুক রবিন (ব্যবসা)
সাজ্জাদ সিদ্দিকী (ইঞ্জিনিয়ার)
সৈয়দা তাজমিরা আক্তার (সংগঠক)
রেজাউল হাসান (পেশাদার, রাজনীতি)
আইভী রহমান (সমাজসেবা)
সাধারণ সম্পাদক: ফয়সাল মতিন (ব্যবসা, রাজনীতি)
যুগ্ম সম্পাদক: জুয়েল তালুকদার (আইটি বিশেষজ্ঞ, রাজনীতি)
দীপঙ্কর বালা (ব্যবসা)
তানভীর কেনেডি (বিমান, ব্যবসা)
সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার মাহবুব (সাংস্কৃতিক, সংগঠক)
সহকারী সাংগঠনিক সম্পাদক: ডাঃ শুভজিৎ রায় (মেডিকেল, মেলবোর্ন)
শিক্ষা ও অধ্যয়ন: ডাঃ জে এ সিদ্দিকী (একাডেমিক)
সাংস্কৃতিক: আশফাক কে রহমান (সাংস্কৃতিক, সংগঠক)
মহিলা বিষয়ক: আনিকা হক (ইভেন্ট পরিকল্পনাকারী)
অফিস সেক্রেটারি: নিয়াজুর রহমান বাপ্পি (আইনজীবী,ব্যবসা)
তথ্য ও গবেষণা সম্পাদক: শেখ হৃদয় (অর্থ, রাজনীতি)
প্রচার ও প্রকাশনা: ডা মিহির গোশাল (মেডিকেল, রাজনীতি)
আইন: ডাঃ আনোয়ার জাহিদ রাশেদ (রাজনীতি)
সদস্যরা
আশরাফুল হক (ব্যবসা)
হারুনুর রশিদ (রাজনীতি)
কাজী আহসান হায়াত শেতু (সভাপতি নিউজিল্যান্ড আওয়ামী লীগ - মেয়র সেলিনা হায়াত আইভির স্বামী(নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন )
সাহেদ সদরউদ্দিন (শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন হায়দারের পুত্র)
ফজলুল বারী (সাংবাদিক)
সালেহ আহমেদ জামি (সংগঠক)
দিব্যেন্দু বালা (সংগঠক)