avertisements

রবিবার থেকে সিডনিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সুপার লীগ টি ২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ এএম, ১০ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ০৪:৫২ এএম, ৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০

Text

গত ৮ই অক্টোবর, লাকেম্বার একটি রেস্ট্রুরেন্টে বাংলাদেশ সুপার লীগ টি ২০ উপলক্ষে 'মিট দ্য প্রেস' আয়োজন করে আয়োজক কমিটি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব। শুধুই প্রবাসী বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বাংলাদেশ সুপার লীগের পক্ষ্য থেকে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শাহ নেওয়াজ আলো ও সারফরাজ খান, আলী আশরাফ হিমেল ও আমিনুল ইসলাম রুবেল। 


এবছর টুর্নামেন্টটি প্রায় ৬০০ ক্রিকেটার ২৪টি দলে সিডনি জুড়ে ৬টা মাঠে ১০০টিরও বেশী ম্যাচে খেলবে। চ্যাম্পিয়ন দলের জন্য ৩০০০ ডলার, রানার আপের জন্য ১৫০০ ডলার পুরস্কার সহ প্রতিটি ম্যাচে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। টুর্নামেন্টটি শুরু হবে আসছে ১১ই অক্টোবর ২০২০। 'মিট দ্য প্রেস'এ টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর বিংগো ফাইন্যান্স, টিএম এলায়েন্স মোটরস, এ & ও হোমস, ধানসিড়ি রেস্ট্রুরেন্টসহ অন্যান্য স্পন্সররা এই মিট দ্য প্রেস-এ উপস্থিত থেকে টুর্নামেন্টটিতে উতসাহ দেন এবং সাথে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় সাবেক কাউন্সিলর ও সুপার লীগের উপদেস্টা শাহে জামান টিটো উপস্থিত ছিলেন। 


উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি মো: রহমতুল্লাহ, সাধারন সম্পাদক ইউসুফ টুটুল, শাখাওয়াত নয়ন, আসলাম মোল্লা, আতিকুর রহমান শুভ, আমিনুল ইসলাম রুবেল, আল নোমান শামীম, আকাশ দে, আবিদা আসওয়াদ, আউয়াল খান, আরিফুর রহমান, ফাহাদ আসমার। এসময়  প্রতিটা খেলার সময় মাঠে উপস্থিত থেকে নিজেদের ক্রিকেটারদের উৎসাহিত করতে সকলের প্রতি অনুরোধ করা হয়।

 

ভেন্যু ও বিস্তারিত সময়সূচীর লিংক

avertisements