আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:৩৩ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
গৌরবোজ্বল ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে উদ্যোগে কোভিড-১৯ দূর্যোগের এই ক্রান্তিকালেও স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ১৫ আগষ্ট সহ সকল মুক্তিযোদ্ধার জন্য দোয়া ও নিরাবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে সভাপত্বিত করেন সংগঠনের সহ সভাপতি শাহ আলম । ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে অনলাইনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক আনিসুর রহমান রিতু, অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আনিস রহমান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, কাউন্সিলর মাসুদ চৌধুরী,
সাবেক সভাপতি ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ও সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল আলম, কবি সাহিতিক ড: সাখাওয়াত হোসেন , মোস্তাফিজুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার মহিলা সম্পাদিকা বিষয়ক রীতা শরীফ, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মহিদুজ্জামান সুজন , ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ।
এই সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ সফিকুর রহমান রুমেল , প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান মেনথন, তথ্য ও গবেষনা সম্পাদক সেলিম হোসাইন ছাত্রলীগ নেতা মোঃ ফরিদ , মোঃ মানিক,সুমন মৃধা , ফাহিম খন্দকার প্রমুখ।
সভার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।
পরে বঙ্গবন্ধুর নিহত পরিবারবর্গ, জাতীয় চার নেতা সহ ৩০ লক্ষ স্বাধীনতা যুদ্ধের সময়কালীন শহীদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং স্বাধীনতা যুদ্ধে ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর ঘটনা প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র মুক্ত সাম্য ভিত্তিক অসম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করা হয়।
বিজয়ের মাসে পদ্মা সেতু দৃশ্যমান, মেট্রোরেল দৃশ্যমান হওয়া সহ সকল উন্নয়ন কর্মকান্ড সফল ভাবে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।