২২ নভেম্বর ২০২১ ডোমেস্টিক ভায়োলেন্স সেমিনার এবং ১৯ মার্চ ২০২২ বৈশাখী উৎসব
মাল্টিকালচারাল সোসাইটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:১২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মাল্টিকালচারাল সোসাইটি অব কেম্বেলটাউন এর কার্যনির্বাহী কমিটির এক সভা রবিবার ৩১ অক্টোবর ২০২১ বিকেল ৪টায়বিডিহাব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি জনাব এনাম হক সভাটিতে সভাপতিত্ব করেন। জেনারেল সেক্রেটারী সফিকুল আলম সফিক সভাটি পরিচালনা করেন।
সভার শুরুতে কোভিড-১৯ কমিউনিটি গ্রান্টস অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করার জন্য মাহাবুব চৌধুরী এবং হেরী অধিকারীর টীমকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভা পূর্বনির্ধারিত বৈশাখী উৎসব ২০২২ এর তারিখ ১৯ মার্চ ২০২২ বহাল রাখে। এসংক্রান্ত গঠিত অর্গানাইজিং কমিটি খুবশীঘ্রই সাবকমিটিগুলোর সাথে বৈঠক করছে। তারিখ এবং সময় যথাসময়ে গ্রুপে জানিয়ে দেয়া হবে।
সভা মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে ২৮ নভেম্বর ২০২১ রবিবার বিকেল ৩টায় বিডিহাব কমিউনিটি সেন্টারে (২, এরিকা লেন, মিন্টো) ডোমেস্টিক ভায়োলেন্স এর ওপর একটি সেমিনার অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করে।
সভা জেনারেল বিজনেজ এজেণ্ডায় জেনারেল সেক্রেটারী উত্থাপিত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করে যা’ সংশ্লিষ্টদেরকে জানিয়ে দেয়া হবে।