হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে সিডনিতে সমাবেশ ও ৱ্যালি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:১২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশে সম্প্রতি সনাতন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সর্বদলীয় ও নাগরিক প্রতিবাদ সমাবেশ ও প্রতিরোধ ৱ্যালির আয়োজন করা হয়।
২৪ অক্টোবর বাসভূমি আয়োজিত এই সমাবেশের প্রতি অস্ট্রেলিয়ার ৪৬টি বাংলাদেশি সংগঠন একাত্মতা ঘোষণা করে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুণ্ডু। অনুষ্ঠাটি সার্বিকভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন বাসভূমি কর্ণধার আকিদুল ইসলাম।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর ঘটনায় আক্রান্ত ও নিহতদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির উপর সংগীত পরিবেশন করেন মিসেস নিলুফা ইয়াসমিন ও ফারিয়া আহমেদ। বিপ্লবী ছড়া পাঠ করেন সুহৃদ সোহান হক।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
এনায়েতুর রহিম, ড. সিরাজুল হক, রফিক উদ্দিন, ড. রফিক ইসলাম, ড. খায়রুল চৌধুরী, ড. নিজাম উদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মতিন, নাঈম আব্দুল্লাহ, ফজলুল হক শফিক, আসলাম মোল্লা, আবুল হোসেন আব্দুল খান রতন, মেহেদী হাসান কচি, নির্মল পাল, আকাশ দে, দেলোয়ার হোসেন, শুভা শেঠি, মাসুদ চৌধুরী, মোবারক হোসেন, বিনয় সাহা, মিতা দে, একে এম এমদাদ হোসেন, ওসমান গনি, বিলকিস জাহান, মুস্তাফিজ তালুকদার মঞ্জু, উদয় শঙ্কর বড়ুয়া, পূরবী পারমিতা বোস, আব্দুস সালাম, মিতা দে, জাকারিয়া মামুন স্বপন, দিদার হোসেন, রণজিৎ দাশ, স্বপ্নিল দে প্রমুখ।
বাংলাদেশ সরকারকে হিন্দুদের সুরক্ষার জন্য বাসভূমি সমাবেশে সর্বসম্মতি ক্রমে কয়েকটি সুপারিশ করা হয়।
১.হামলার একটি সম্পূর্ণ, নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত শুরু এবং এই তদন্তের ফলাফল প্রকাশ।
২.হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতা ও সহিংসতাকারী অপরাধীদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন।
৩.সমাজে অবস্থান বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে হামলার সকল অপরাধীদের বিচারের আওতায় আনা।
৪.সমস্ত ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সমস্ত ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থান, বাড়ি এবং ব্যবসার পুনর্নির্মাণ।
৫.হিন্দুদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন।
৬। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করুন।
যেসব সংগঠন এই সম্প্রীতি সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে-অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ আওয়ামীলীগ, অস্ট্রেলিয়া, মহিলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ, সিডনি, স্বদেশ বার্তা, বাংলা বার্তা, স্বাধীন কণ্ঠ, স্বেচ্ছাসেবকলীগ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া, বঙ্গবন্ধু পরিষদ, সিডনি, ফাগুন হাওয়া, বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন এসোসিয়েশন, বিডি হাব, সিডনি, আমাদের কথা, টেলিঅজ ফাউন্ডেশন, ইয়েস টিভি, নৃত্যাঞ্জলী ড্যান্স একাডেমী, অস্ট্রেলিয়া টাইমস, সিডনি প্রতিদিন, ভবের হাট, নটরাজ ড্যান্স একাডেমী, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এলুমনি, উইম্যান কাউন্সিল, কেয়ার ফর হিউমিনিটি, বাংলাদেশ খ্রিস্টিয়ান ফেলোশীপ, বুদ্ধিস্ট সোসাইটি, বি এস পি সি, রেডিও কেনবেরা, বিজয়কণ্ঠ, মেলবোর্ন আওয়ামীলীগ, দিনলিপি, বাংলা স্কুল, বারডিয়া, প্রভাত, শ্রীকৃষ্ণ কীর্তন কমিটি, মাল্টিকালচারাল ইউথ এসোসিয়েশন, দেলোয়ার টিভি, ট্রুথ টিভি, বগুড়া সমিতি, অস্ট্রেলিয়া, জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা, সিডনি শাখা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সন্দ্বীপ এসোসিয়েশন অব, আগমনী, শঙ্খনাদ, ক্যাম্পবেলটাউন আই এম এল ডি মন্যুমেন্ট কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনি।