avertisements 2

এখনই সময় সিডনীবাসী, ভ্যাকসিন নিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৯ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:১২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

সিডনী লোকাল হেলথ ডিসট্রিক্ট সকল স্থানীয় বাসিন্দাদের আহবান করছে, যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা তাদের জামার হাতা গুটিয়ে নিন এবং ভ্যাকসিন নিন।

 

প্রধান কার্যনির্বাহক ড. তেরেসা অ্যান্ডারসন বলেন, ১২ বছর বা তার বেশি বয়সী সবাই এখন বিনামূল্যে ফাইজার ভ্যাকসিন পাওয়ার যোগ্য।

 

“আমি যে কেউ কে উৎসাহিত করছি, যার এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি, তাকে এই সপ্তাহে আমাদের যে কোন একটি ক্লিনিকে আসতে - আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে চাই সেইসব কাজকর্মে যা আমরা করতে ভালোবাসি,” বলেছেন ড. অ্যান্ডারসন।

 

"আপনি বুকিং করতে পারেন অথবা শুধু স্বশরীরে উপস্থিত হলেই আমাদের কর্মীরা আপনাকে সাহায্য করতে সক্ষম হবে।

 

“যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা প্রত্যেকেই একটি ভিন্নতা তৈরি করছেন - এবং শুধু নিজেদেরকেই নয় বরং তাদের প্রিয়জনদেরও সুরক্ষা করছেন।  

 

ক্লিনিক রয়েছে সিডনি অলিম্পিক পার্কে, বাইসেন্টেনারি পার্কের ওয়াটারভিউতে, ম্যালেট স্ট্রিটে আরপিএ ক্লিনিক, ক্যাম্পারডাউন পার্কের বিপরীতে, রেডফার্ন পোস্ট অফিস এবং আল্টিমো কমিউনিটি সেন্টার।

 

বিস্তারিত তথ্যের জন্য যান slhd.nsw.gov.au/getvaccinated

বিষয়:

আরও পড়ুন

avertisements 2