সিডনির লাকেম্বায় ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রোগ্রামে সোলার ওয়ার্ল্ডের খাদ্য সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০১:৪১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সিডনিতে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সোলার ওয়ার্ল্ড করোনার কারনে লকডাউনে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহযোগিতা প্রদান করেছে। এবার তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রোগ্রামের প্রতি।গত দুইমাসের বেশি সময় ধরে চলছে ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রোগ্রাম৷ কিছুদিন সেখানে সহায়তা কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন ফেডারেল সংসদ সদস্য ও শ্যাডো মিনিস্টার টনি বার্ক৷এই স্পনসরসহ আয়োজক বাংলাদেশ কমিউনিটি ফোরাম ও গুড সিটিজেন ওয়ার্কের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। প্রতি সপ্তাহে আলাদা আলাদা সংগঠন ও ব্যক্তি এই কার্যক্রমে স্পন্সর করে আসছে৷ এই ধারাবাহিকতায় এবারের সহযোগিতায় ছিলো সোলার ওয়ার্ল্ড৷
প্রসঙ্গত সোলার ওয়ার্ল্ডে সম্পূর্ণ বাংলাদেশী মালিকানায় অত্যান্ত সুনামের সাথে বিগত কয়েক বছর যাবৎ কমিউনিটিতে নিরলস ভাবে সহযোগিতা করে যাচ্ছে।সোলার ওয়ার্ল্ড এর কর্ণধার এনামুল হক ফুড সহায়তা প্রোগ্রামের উদ্যোক্তাদের একজন৷