লাইটহাউজ'কে মাকসুদা ক্যাটারিং'র খাদ্য সহযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৯:০৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিডনির লকডাউনে বাংলাদেশী প্রতিষ্ঠান মাকসুদা ক্যাটারিং আবারো খাদ্য সহযোগিতা প্রদান করেছে। এবার তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দাতব্য সংস্থা 'লাইটহাউজ' প্রতি। গত ৩১ আগষ্ট তারা সংস্হাটিকে কে ১০০ ও অধিক প্যাকেট খাবার হস্তান্তর করে। মাকসুদা ক্যাটারিং ও রসমেলা সুইস্ট এর মালিক তরুন সমাজ সেবক নোমান মাসুম এই খাবারের প্যাকেটগুলো হস্তান্তর করেন।
প্রসঙ্গত মাকসুদা ক্যাটারিং সম্পূর্ণ বাংলাদেশী মালিকানায় অত্যান্ত সুনামের সাথে বিগত আট বছর যাবৎ কমিউনিটিতে নিরলস সার্ভিস দিয়ে যাচ্ছে। কাচ্চি বিরিয়ানি,পোলাও ,রোস্ট ,বিভিন্ন ধরনের কোপ্তা,রেজালা ছাড়াও রকমারি মিষ্টান্ন এ প্রতিষ্টানকে করেছে সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশী ছাড়াও বিভিন্ন কমিউনিটিতে মাকসুদা ক্যাটারিং তার নিজস্ব জায়গা করে নিয়েছে খাবারের মান ,দাম ও সময় মতো সরবরাহ করে।
ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও স্ত্রী নিয়ে সিডনির গ্রীন একরে বসবাস করছেন। যেকোন ধরনের সুস্বাধু খাবারের অর্ডার দিতে যোগাযোগ করতে পারেন : ০৪৩৩ ০৭৫ ৫৫৫