বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৪:৩১ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম (বেলাল ) ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান বক্তা এবং সংগঠনের সভাপতি প্রফেসর ডঃ শামস রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, শাহ্ আলম, শিমুল ফারুক রবিন, মইদুজ্জামান সুজন, অপু সরোয়ার, আনিছুর রহমান, মকসুদুর রহমান চৌধুরী সুমন ,মামুনুর রশিদ, কামরুজ্জামান বাপ্পি, ওসমান গনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত এবং শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ সেই প্রত্যাশা করে এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে।