অস্ট্রেলিয়া,ভ্যাকসিন উৎপাদনে 'এস্টরাজেনেকা' সংস্থার সঙ্গে চুক্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:০৫ পিএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:১৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, 'এস্টরাজেনেকা'র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেI এই ভ্যাকসিন উদ্ভাবিত এবং প্রস্তুত করা হচ্ছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ব-বিদ্যালয়ের সহায়তায়I
তবে অস্ট্রেলিয়ার ৩জন শীর্ষ ধর্ম যাজক, প্রধানমন্ত্রী, স্কট মরিসনকে মৃতের ভ্রূণকে ব্যবহার করে ভ্যাকসিন প্রস্তুতকে অনৈতিক বলে দাবি করেছেন এবং চুক্তির সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানানI
শীর্ষ ধর্ম যাজক, ডক্টর গ্লেন ডেভিস বলেন, বিজ্ঞানের গবেষণায় এই ভ্রূণের ব্যবহার হবে নিন্দনীয় এক কাজ; তাই আমার কাজ হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোI