avertisements 2

বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সুরক্ষা সামগ্রী দিল অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:০০ পিএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৯:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর (পিপিই) একটি চালান হস্তান্তর করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের অর্থায়নে ও প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচির আওতায় ১২ হাজার উচ্চমান সম্পন্ন পোশাক এবং ২ লাখ গ্লাভসের সমন্বয়ে পাঁচ টন পিপিই দেয়া হয়েছে।

 
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী কোভিড-১৯ এর বিস্তার রোধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে। এ অবদান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন হয়ে থাকবে।’ সূত্র: ইউএনবি 

বিষয়: পিপিই

আরও পড়ুন

avertisements 2