avertisements 2

ভাষা শহীদদের স্মরণে সিডনির ক্যাম্বেলটাউনে ঐক্যবদ্ধভাবে স্মৃতিস্তম্ভ স্থাপনে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:০৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

১৫ জুন ২০২১ সন্ধ্যা ০৭:০০ টায় সিডনির মিন্টোস্থ ‘খাদেমস ডাইন’ রেঁস্তোরায় অত্র এলাকায় ভাষা শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠার জন্য এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযাদ্ধামিজানুর রহমান তরুন এই সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতে  মো: শফিকুল আলম এই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এরপর আব্দুল জলিল  ও বিডি হাবের সাধারন সম্পাদক আব্দুল খান রতন যৌথভাবে সভা পরিচালনা করেন।

সভার শুরুতে বিশিষ্ট স্থপতি মনিরুজ্জামান শিপন তার প্রস্তাবিত মনুমেন্ট প্রকল্পের বিশদ ব্যাখ্যা দেন যা’ ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে জমা দেয়া হয়েছে।এই প্রকল্পটি’র উপর আলোচনা করার জন্য সম্প্রতি একটি সভাও আহ্বান করা হয়েছে ( ২০ জুন, রবিবার)।

এরপর সভায় উপস্থিত বক্তারা নিজ নিজ অভিমত তুলে ধরেন।

উক্ত সভায় অত্র এলাকার সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বর্তমান সভাপতি জনাব মশিউর রহমান স্বপন, সাধারন সম্পাদক আশফাকুর রহমান, সহ সভাপতি ফয়সাল খালিদ শুভ, কালচারাল সেক্রেটারী ইন্জিনিয়ার সাজ্জাদ সিদ্দীক, শাহীন, প্রাক্তন সভাপতি শাহ আলম সৈয়দ, কৃষিবিদ আব্দুল জলিল, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার মন্জু, বঙ্গবন্ধু পরিষদের প্রাক্তন সভাপতি ড: নিজাম আহন্মেদ, ড: রফিকুল ইসলাম, বর্তমান সাধারন সম্পাদক রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বিডি হাবের সভাপতি আবুল সরকার, সাধারন সম্পাদক আব্দুল খান রতন, মাল্টিকালচারাল সোসাইটির সাধারন সম্পাদক সফিকুল আলম, নির্বাহী সদস্য মোবারক হোসেন, বাউ এ্যালামনাইর সভাপতি ড: আনোয়ারুল ইসলাম বকশী, যুগ্ম সম্পাদক ড: আসাদুজ্জামান সেলিম, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মালিক শাফী জাকি,ক্যাম্বেলটাউন ওয়েলফেয়ার সোসাইটীর সভাপতি ইকবাল ফারুক, জাবির সংগঠক মাহফুজুল চৌধুরী খসরু, , সমাজসেবক এ কে এম হক,মাহি খান, বিশিষ্ট নারী নেত্রী এলিজা টুম্পা, ইব্রাহীম খলিল মাসুদ মিডিয়া ব্যাক্তিত্ব আউয়াল খান প্রমুখ। 

এছাড়াও ইতোপূর্বে এই স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠায় যারা ঐকান্তিকভাবে কাজ করেছেন তাদের  উদ্যোগকে বিশেষভাবে স্মরণ করা হয়। ভবিষ্যতে তাদেরকেও এই মহান কাজে সংশ্লিষ্ট রেখেই আগামীদিনের কার্যক্রম নির্ধারন করা হবে। সভায় একাত্বতা ঘোষনা করেছেন বাংলাদেশ এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মাহাবুব চৌধুরী।

Previous Next
 

সভায় উপস্থিত সকল বক্তা দৃঢ়ভাবে অত্র এলাকায় সকলের সহযোগিতায় ভাষা শহীদদের স্মরণার্থে একটি স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেন।

তারা এও ব্যক্ত করেন সাম্প্রতিক সময়ে স্মৃতিস্তম্ভ নিয়ে যে সভা আহ্বান করা হয়েছে তার তারিখ পুন:নির্ধারন ও সকলের  উপস্থিতিতে  একটি বৃহত্তর সভা আয়োজন করতে হবে। তাহলেই আমাদের এই প্রানের দাবী সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

আরও পড়ুন

avertisements 2