avertisements 2

অস্ট্রেলিয়াতে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০২:৩৪ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা গত ৭ই জুন রোজ রবিবার ২০২০ সিডনি স্থানীয় ফাংশন সেন্টারে আয়োজিত সংগঠনের সভাপতি মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন,ইসলামী সেন্টারের সাধারণ সম্পাদক জয়নুল মাসুদ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

বিএনপির অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক ওস্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার  সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাসিম উদ্দিন আহম্মেদ ,যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম ,যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ,সাধারণ সম্পাদক মোঃখাইরুল কবির পিন্টু, বিএন পি অস্ট্রেলিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আবু সায়েম সুমন, নিউসাউথ ওয়েলস বিএনপির সভাপতি এস এম রানা সুমন,কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাএনেতা একে এম মাহবুব তালুকদার,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মৌহাইমেন খান মিশু,মোহাম্মদ নাসির উদ্দিন ,জাবেল হক জাবেদ,নিউ সাউথ ওয়েলস বিএনপি সাধারণ সম্পাদক আবদুল করিম,প্রবীএ বড়ুয়া,ফয়সাল আহম্মেদ ,গোলাম রাব্বানী ,আজহারুল ইসলাম,মোতাহের হোসেন,মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ৷ অনুষ্ঠানে বিশ্বব্যাপী করোনা থেকে সকলকে হেফাজতে জন্য বিশেষ মোনাজাত এবং বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থতার জন্য মোনাজাত করা হয়।   

বিএনপির নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যতিত বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব অকল্পনীয় । আওয়ামীলীগ বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হয়েছিল এক দলীয় বাকশাল কায়েম করে কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐদুঃশাসন থেকে রক্ষা করেছিলেন এই জন্য সাধারণ মানুষের হৃদয়ে তিনি অম্লান হয়ে আছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2