সিডনিতে প্রবাসী আক্তারুজ্জামানের ইন্তেকাল,দাফনের জন্য সাহায্যের আবেদন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুন,রবিবার,২০২০ | আপডেট: ০২:৪৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
গত ৬ই জুন শনিবার বিকেল সিডনি প্রবাসী মো: আক্তার-উজ-জামান রয়েল প্রিন্স আলফ্রেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও দুইটি সন্তান রেখে গেছেন।তিনি ২০০১ সালে নিউজিল্যান্ড থেকে অভিবাসন নিয়ে অস্ট্রেলিয়া আসেন এবং সিডনিতে বসবাস শুরু করেন।
গত ২ জুন আক্তার-উজ-জামানের ওপেন হার্ট সার্জারী হয় কিন্তু তা সফল না হওয়ায় ৪ জুন তাকে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে রাখা অবস্থায় মৃত্যুবরন করেন। মরহুমের স্ত্রীর বরাতে জানা যায় , দাফন-কাফন বাবদ প্রায় ৮ হাজার ৫০০ ডলার খরচ বহন করার মতো ক্ষমতা তাদের নেই। তিনি কমিউনিটিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ইতিমধ্যে ১ হাজার ডলারের সহায়তা পাওয়া গেছে। বাকি ৭ হাজার ৫০০ ডলার পাওয়া গেলে মরহুমকে আগামী মঙ্গলবার ৯ জুন সিডনিস্থ ক্যাম্প ক্রিক কবরস্থানে দাফন করা হতে পারে । সহায়তা পাঠাতে পারেন Rafia Akther ANZ Bank BSB: 012226 Acc: 150530146