avertisements 2

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘চ্যারিটি ফর লাইফ’র মানবিক উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ এপ্রিল,রবিবার,২০২০ | আপডেট: ০৫:৫৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

পুরো বিশ্বের মতো করোনা সংকটে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার সাধারন মানুষ বিশেষ করে শরণার্থী, শিক্ষার্থীসহ অভিবাসীদের জীবন। তবে আশার কথা হচ্ছে এই  সংকটে তাদের পাশে এসে দাড়িয়েছে কিছু ব্যাক্তি ও সংগঠন।  অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘চ্যারিটি ফর লাইফ’ সিডনিতে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা কোভিড-১৯ কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থী, শরণার্থী এবং অসচ্ছল পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু করছে।সিডনির ল্যাকাম্বায় গত ১৮ই এপ্রিল শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়। স্হানীয় স্টেট এমপি জিহাদ দীবকে  এই কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।

সংগঠনির সভাপতি ডা. রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার জানান, করোনা ভাইরাসের দুর্যোগ যতদিন চলবে এবং পরিস্থিতি যত দিনে স্বাভাবিক না হবে ততদিন আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবো। প্রতি শনিবার  দুপুর ১২:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত সিডনির ল্যাকাম্বায়  ২/২ হ্যাল্ডন ষ্ট্রীটে ( ল্যাকেম্বা ইমেজিং সেন্টারের পাশে)  খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ‘চ্যারিটি ফর লাইফ অস্ট্রেলিয়া’র এক্সিকিউটিভ মেম্বাররা হলেন আবদুল জাব্বার, ইঞ্জিনিয়ার আসাদ চৌধুরী, আবদুল ওহাব, রাসেদুল হক নাফিজ আহমদ খন্দকার, শহিদুর রহমান।

এবং সার্বিক সহযোগীতায় রয়েছেন গামা আব্দুল কাদির, রশিদ ভুইয়া, ড: রতন লাল কুন্ডু, মো : রফিক উদ্দিন, ব্যারিস্টার আব্দুল লতিফ সিকদার, শাহাদত হোসেইন, গিয়াস উদ্দিন মোল্লা, আবুল কালাম আজাদ, সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন, শাহজাহান মিল্টন, আবুল বাশার খান, মাকসুদুর রহমান সুমন, রানা শরিফ, লিয়াকত আলী লিটন, আবুল বাশার রিপন, মামুনুর রশিদ, মো : মিজানুর রহমান, জাহিদ হাসান সহ আরো অনেকে। কার্যক্রমকে আরো বেগবান করতে ‘চ্যারিটি ফর লাইফ’  যে কেউ এতে অনুদান পাঠাতে পারবেন। আপনার প্রদত্ত অনুদান পাঠাতে পারেন ব্যংকের মাধ্যমে।  Westpack Bank A/C Name : Charity for Life BSB : 032065 Account Number : 325486 Australia

বিষয়:

আরও পড়ুন

avertisements 2