কাউন্সিল থেকে শাহে জামান টিটুর পদত্যাগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ এপ্রিল,
বুধবার,০০২০ | আপডেট: ১০:০৯ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
ব্যাক্তিগত কারনে মেয়াদ শেষ হওয়ার আগেই সিডনির বাংলাদেশি অধ্যুষিত কেন্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলের জনপ্রিয় কাউন্সিলর শাহে জামান টিটুর সম্প্রতি পদত্যাগ করছেন। কিন্তু পদত্যাগকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল তার ব্যাক্তিগত ইমেজকে ক্ষুন্ন করার জন্য বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে । বাংলাকথার সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ব্যবসায়িক প্রতারণার শিকার হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির কারনে নিজেকে দেউলিয়া ঘোষনা করতে বাধ্য হই। অন্য দিকে অস্ট্রেলিয়ার আইন অনুসারে কোন দেউলিয়া ব্যাক্তি কাউন্সিলর পদে থাকতে পারেন না। তাই আমি পদত্যাগ করেছি।
এখানে দূর্নীতি বা অনিয়মের কোন ঘটনা ঘটেনি। একটি বিশেষ মহলের কতিপয় ব্যাক্তি আমার জনপ্রিয়তা, সাফল্য, কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আমার স্বতঃফুর্ত অংশগ্রহন, সর্বোপরী আমার প্রতি কমিউনিটির মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্হার জায়গা ধংস করতে এক নোংরা খেলায় মেতে উঠেছে। তারা সকলেকে বিভ্রান্ত করতে বিভিন্ন মনগড়া অভিযোগ ছড়িয়ে বেড়াচ্ছে।এই সময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানান।
তার বিরুদ্ধে অপপ্রচার ও সমালোচনা বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, কারোর খারাপ সময়কে পুঁজি করে তার ইমেজ ধ্বংস করার মধ্যে কোন কৃতিত্ব নেই। মনে রাখবেন আপনি যা করবেন তার ফল একদিন পাবেন। বিশ্বের এই কঠিন মুহূর্তে পরিবার পরিজন নিয়ে সবাই নিরাপদে থাকেন এই দোয়া করি। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলিতে অবস্থিত কেন্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলে কয়েক হাজার বাংলাদেশি রয়েছেন। এর আগে সিটি কাউন্সিল, অঙ্গরাজ্য সংসদ বা ফেডারেল পার্লামেন্টে কোথাও বাংলাদেশিদের প্রতিনিধিত্ব ছিল না।
এই কাউন্সিলে থেকে গত নির্বাচনে যে দুজন বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর নির্বাচিত হন, টিটু ছিলেন তাদের একজন। একজন পরোপকারী, দানশীল ও সমাজসেবক হিসেবেই তার পরিচিত। সিডনিতে বাংলাদেশীদের যে কোন প্রয়োজনে বা আয়োজকদের কাছে পৃষ্ঠপোষক হিসেবে যার নামটি বারবার উচ্চারিত হয় তিনি হলেন মোহাম্মদ শাহে জামান টিটু। অস্ট্রেলিয়ার রাজ্য ও ফেডারেল সরকারের কাছে কমিউনিটির বিভিন্ন দাবি দাওয়া আদায়ে মূখ্য পালন করে থাকেন।