সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিল প্রবাসী রিফিউজিদের সম্ভাব্য সহায়তা দেবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ মার্চ,সোমবার,২০২০ | আপডেট: ০৯:১৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
প্রবাসী সাংবাদিকদের প্লাটফর্ম ‘সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিল’ সিডনি প্রবাসী বাংলাদেশী রিফিউজিদের সম্প্রতি করোনা ভাইরাসে অর্থনৈতিক সংকট মোকাবিলায় জরুরী প্রয়োজনে সম্ভাব্য সহায়তা প্রদানের সিদ্বান্ত নিয়েছে। সিডনিতে বাংলাদেশী অনেক রিফিউজি করোনা ভাইরাসের কারনে সম্প্রতি চাকরীচ্যুত হয়েছেন এবং অনেকের কাজের বৈধ কোন অনুমতি না থাকায় অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে তারা কোন আর্থিক সহযোগিতা পাবে না।
এছাড়াও করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াবে সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিল। তাদের জন্য সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার জন্য তরল সাবান ও হ্যান্ড সেনিটাইজার সহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করবে। সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হক ও সাধারন সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন জানান, করোনা ভাইরাস সঙ্কটে যে সমস্ত সিডনি প্রবাসী বাংলাদেশী রিফিউজি তাদের চাকুরি হারিয়েছেন কিংবা অর্থনৈতিক মন্দায় দিন যাপন করছেন তাদের সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব।
আমরা আমাদের অবস্থান থেকে তাদের সম্ভাব্য সহায়তা দেওয়ার জন্য আপ্রান চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি তারা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ কমিউনিটির যে কোন সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই মহতি উদ্যোগে তাদের সাথে অংশগ্রহন করার বিনীত অনুরোধ জানান। সিডনি প্রবাসী বাংলাদেশী রিফিউজিরা যে কোন জরুরী সম্ভাব্য সহায়তার জন্য এবং সাহায্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হক (০৪১৬ ৭৪৭ ৯১৪), সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন (০৪৩৩ ৩৪৮ ৮০২) কিংবা সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম (০৪২৩ ০১৩ ৫৪৬) এর সাথে এই নম্বরে যোগাযোগ করতে বিনীত অনুরোধ জানিয়েছেন।