বঙ্গবন্ধু পরিষদ সিডনির বৈশাখী মেলা নিয়ে মতবিনিময়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মার্চ,
বুধবার,২০২০ | আপডেট: ০১:২৬ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
গত ৮ই মার্চ রবিবার বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়া লাকেম্বার স্হানীয় রেস্টুরেন্টে বৈশাখী মেলা উপলক্ষে এক প্রেস কনফারেন্স ও মত বিনিময় সভার আয়োজন করে | মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে সিডনির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অরাজনৈতিক, বুদ্ধিজীবী ও মিডিয়া ব্যাক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন | বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু অনুষ্ঠানটি সঞ্চালন করেন |
অনুষ্ঠানের শুরুতেই মেলা আহ্বায়ক জনাব গাউসুল আলম শাহজাদা এবারের বৈশাখী মেলার যাবতীয় আয়োজন, সুযোগ সুবিধা সহ বিস্তারিত বিবরণ তুলে ধরেন | এ মেলাটি অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ মেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার বাঙালি সমাজের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন |
পার্কিং সহ যাতায়াতের সুযোগ সুবিধা, ও মেলায় আগত সকলের সুবিধার কথা চিন্তা করে ফেয়ারফিল্ড সোগ্রাউন্ড থেকে ব্যাংকসটাউন পেস ওয়ের কনডেল পার্কে এবারের মেলার আয়োজন করা হয়েছে | এই ভেন্যুটি ব্যাংকসটাউন এয়ারপোর্টের পেছনেই অবস্থিত | আছে অসংখ্য ফ্রি পার্কি, যারা ট্রেনে আসবেন তাঁদের যাতায়াতের জন্য থাকবে শাটল বাসের ব্যবস্থা | এই মেলার বিশেষ আকর্ষণ বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় লোকগানের শিল্পী মমতাজ বেগম এম পির মন মাতানো দেশের গান | থাকছে স্থানীয় প্রোথিতযশা শিল্পীদের নাচ, গান, কবিতা |
শেষে থাকছে ফায়ারওয়ার্কস | একই মাঠেই থাকছে সব আয়োজন | আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জনাব সিরাজুল হক | অন্যান্য সংগঠন, নিজস্ব সংগঠন ও মিডিয়ার পক্ষে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, রহমত উল্লাহ, আবদুল মতিন, আনিসুল হক, আব্দুল আউয়াল, ফাহাদ আসমার, ড. তারিকুল ইসলাম, ফয়সাল আজাদ, টাবু সঞ্জয়, মেহেদী হাসান কচি, রানা শরীফ, দিদার হোসাইন, হাজি দেলোয়ার, লিঙ্কন শফিকউল্লাহ প্রমুখ | সর্বশেষে বক্তব্য রাখেন এ মেলার টাইটেল স্পনসর; অস্ট্রাল বিল্টএর পরিচালক নজরুল ইসলাম | এর পর আগত অতিথিদের মধ্যাহ্ণভোজে আপ্যায়ন করা হয় | সবাইকে ধন্যবাদ জানিয়ে ও মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে শাহজাদা মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন |