স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন বিখ্যাত শিল্পী ২৯ মার্চ সিডনিতে গান শোনাবেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:৪৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন বিখ্যাত শিল্পী আপেল মাহমুদ,রথিন্দ্রনাথ রায় ও কাদেরী কিবরিয়া একত্রে গাইবেন ২৯ মার্চ রবিবার লিভারপুলের মারকিউরি হোটেলের বলরুমে। অনুষ্ঠান সফল করতে আয়োজক প্রতিষ্ঠান সোলার ওয়ার্ল্ড গত ২৯ ফেব্রুয়ারি ল্যাকেম্বার স্হানীয় রেস্টুরেন্টে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পী আপেল মাহমুদ। এছাড়া সোলার ওয়ার্ল্ডের কর্নধার এনামুল হক, অনুষ্ঠানের আহ্বায়ক বাশার ভুইয়া ইঞ্জিনিয়ার হান্নান খান,বাশার খান ও সিডনির বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আয়োজকরা জানিয়েছেন, তিন ধরনের টিকেটের ব্যবস্থা আছে।
বসার স্থান ও অন্যান্য সুযোগ সুবিধার বিষটি মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে ডিনারের ব্যবস্থা করা হবে। স্থানীয় শিল্পী রুহুল আমিন ও আয়েশা কলি থাকছেন সার্বিক সহযোগিতায়৷ ভেন্যুতে পর্যাপ্ত গাড়ি পাকিংএর ব্যবস্থা আছে বলে জানানো হয়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে আর চলবে ১০.৩০ পর্যন্ত। তিন বিখ্যাত শিল্পীর পাশাপাশি গাইবেন স্থানীয় শিল্পীরাও।
স্থানীয় শিল্পীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কথা বলেন শিল্পী রুহুল আমীন ।সংবাদ সম্মেলনে জানানো হয় , অনুষ্ঠানে আসতে আগ্রহীরা সিডনির বিভিন্ন এলাকার বাংলাদেশী গ্রোসারী শপে কিংবা deshievents.com.au থেকে নিজের পছন্দসই আসনের প্রবেশ পত্রটি সংগ্রহ করতে পারেন। এছাড়াও অনুষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্যাবলী ও প্রবেশ পত্রের জন্য যোগাযোগ করুন : এনামুল 0430 534 809, বাশার 0412 848 684, রুহুল আমিন( সাংস্কৃতিক সমন্বয়ক) 0449 556 558 ফোন নম্বরে।