অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও যুবলীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২০ | আপডেট: ০৪:৫২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গত ২৩শে ফেব্রুয়ারী, অস্ট্রেলিয়ার সিডনির এশফীল্ড পার্কে অনুষ্ঠিত বইমেলায় প্রভাত ফেরী শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। ৫২-এর মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুস্পস্তবক অর্পনের সময় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েতুর রহিম বেলাল ও সাধারন সম্পাদক ডঃ আবুল হাসনাত মিল্টন, অস্ট্রেলিয়া যুবলীগের সহ-সভাপতি ডাঃ লাভলী রহমান ও সাধারন সম্পাদক নোমান শামীমসহ অস্ট্রেলিয়া আওয়ামী নেতৃবৃন্দের মধ্যে এড নির্মল্য তালুকদার, ফয়সাল মতিন, সৈয়দা তাজমিরা আক্তার, ডাঃ আসাদ শামস, এলিজা আজাদ টুম্পা, আরিফুর রহমান, চমন রহমান, আশিক রহমান, মাসফি মারুফ, কবীর সারোয়ার, রকি তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।