বুশফায়ার ভিকটিমদের জন্য সিডনির মিন্টো বাংলাদেশী কমিউনিটির ১৫,০০০ ডলারের চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২০ | আপডেট: ০৭:২৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২০ বিকেল ৫:৩০-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে মিন্টো আলফয়সাল স্কুল এ্যান্ড কলেজে সম্প্রতি অস্ট্রেলিয়ার বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের জন্য সংগৃহীত ১৫,০০০ ডলারের একটি চেক প্রতিবেশী উলনডিলী শায়ার কাউন্সিল মেয়রের রিলিফ ফান্ডে জমা দেয়া জন্য বাংলাদেশী কমিউনিটি মিলিত হয়।
সংক্ষিপ্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্যাম্বালটাউন সিটি মেয়র এবং উলনডিলী শায়ার কাউন্সিল মেয়র যথাক্রমে জর্জ বিটিসিভিক এবং ম্যাথিউ ডিথ উপস্থিত থেকে চেক গ্রহন করেন। উভয় মেয়র বাংলাদেশ কমিউনিটির অবদানের এর ভূয়সী প্রশংসা করেন। যেকোনো দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো অস্ট্রেলিয়ান জনগনের একটি অনন্য বৈশিষ্ট্য। এই অনুভূতি মূলত সেন্স অব মাল্টিকালচারালিজম বলে ম্যাথিউ উল্লেখ করেন। WSC এর মেয়র হিসেবে তিনি বুশফায়ার ভিকটিমদের জন্য কমিউনিটি সদস্যদের অভূতপূর্ব সহানুভূতি, সহমর্মিতা এবং সহযোগিতার বর্ননা দিয়ে বলেন, “বাংলাদেশ কমিউনিটির সহযোগিতার বার্তা আমি উলনডিলীর জনগনের কাছে পৌঁছে দিবো।”
চেক হস্তান্তর অনুষ্ঠানে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বালটাউন এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনাম হক, আল ফয়সাল কলেজের প্রতিষ্ঠাতা শফিক খান, বাংলাদেশ হাই কমিশনের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, কাউন্সিলর মাসুদ চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি নেতা ড: নিজাম উদ্দিন, রফিক উদ্দিন, আবুল হোসেন সরকার, সোনালী লুথরা, মাল্টিকালচারাল সোসাইটির জেনারেল সেক্রেটারী মো: সফিকুল আলম সফিক, অরগানাইজিং সেক্রেটারী আশিকুর রহমান, মো: আবদুস সোবাহান, মিলি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।