avertisements 2

সিডনির মিন্টোতে অনুষ্ঠিত হলো ভাইব্রান্ট এন্ড লাইভলি এরিকা লেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২০ | আপডেট: ০৬:০৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

গত বছরের শেষের দিকে মিন্টো রনমুর কমিউনিটি সেন্টারে মিন্টো টাউন টীমের কোঅর্ডিনেটর ক্যারোলিন হোমস্ এর আহ্বানে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন এর তৎকালীন কোঅরডিনেটর এবং বর্তমান জেনারেল সেক্রেটারী মোঃ শফিকুল আলম শফিক, মোঃ সোবাহান, ড: হায়দার আলী, আসমা আলম কাশফি, মিলি ইসলাম, সাঈদ আকরাম উল্লাহ, সেলিম কবির, আশিক রহমান এ্যাশ, এলিজা টুম্পা, ম্যাল এবং আরও বেশ কয়েকজনের উপস্থিতিতে টাউন টীমের অন্যতম সদস্য ডেভিড বিশেষ করে মিন্টো টাউনকে কমিউনিটিকে সাথে নিয়ে কিভাবে সৌন্দর্যমন্ডিত করা যায়, কতোটা জীবন্ত এবং আনন্দমুখর করা যায় এই কন্সেপ্টের ওপর আমাদের স্ব স্ব ধারনা টেবিলে একত্রিত করে প্রাথমিক পর্যায়ে এরিকা লেনকে বেছে নিয়ে পরিকল্পনার অংশ হিসেবে প্লানটেশন করা হয়।

দ্বিতীয় পর্যায়ে একজন বাংলাদেশী আঁকিয়ে পার্থ প্রতিম লেনটির ফ্লোরে বাংলাদেশী আর্টের ভাষায় কমিউনিট মেম্বারদেরকে স্বাগত জানিয়ে আল্পনা আঁকেন এবং দুপাশের ওয়ালে পেইন্টিং এর মাধ্যমে লেনটিকে বর্নিল করে ফেলেন। এপর্যায়ে টীমের সাথে মনির বিশ্বাস, সাকিনা, সেন্চুরি টুয়েন্টি ওয়ানের মি: আলম, ফিরোজ, ঊষা খাডকা, টুঙ্গানাথ খারেল, শর্মিলা প্রমুখ যুক্ত হন। তৃতীয় পর্যায়ে টীম ঐকমতে পৌঁছায় যে মিন্টো কমিউনিটি টাউন টীমের সাথে মানসিকভাবে সংযুক্ত হয়েছে। অতপর ১ ফেব্রুয়ারী শনিবার মিন্টো কমিউনিটি সম্পূর্ণ নতুন এক এরিকালেনে একত্রিত হয়ে তাদের নতুন বিউটিফাইড লাভলেন সেলিব্রেট করবে।

গ্রীষ্মের ৪৫ ডিগ্রী তাপমাত্রা উপেক্ষা করে মিন্টো কমিনিউটি নানান দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছে। উপভোগ করেছে বিভিন্ন ধরনের খাবার। এই কমিউনিটি মিলনকে উৎসাহিত করতে ক্যাম্বেলটাউন সিটি মেয়র জর্জ বিটিসিভিক এবং তার কাউন্সিলরসহ টীম উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন মাল্টিকালচারাল সোসাইটি অব কেম্বেলটাউন এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনাম হক। উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে। টাউন টীমের টাউন বিউটিফিকেশন কর্মসূচী অব্যাহত থাকবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2