avertisements 2

৮ই ফেব্রুয়ারী ফাগুন হাওয়া আয়োজন করছে বসন্ত মেলা ২০২০

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২০ | আপডেট: ০৪:৩১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

সিডনির কয়েকটি নিবেদিতপ্রাণ তরুণী মাতৃভূমির আদলে উজ্জাপন করতে যাচ্ছে বসন্তমেলা ২০২০। গতবছরে ক্যাম্বেলটাউন এলাকাতে প্রথমবারের মতো এ মেলা আয়োজন করা হয়েছিলো | এবারে আরো ব্যাপক অংশগ্রহণের জন্য মেলার ভেনু সিডনির জ্যাকসন হাইটস নাম খ্যাত লাকেম্বা-ওয়াইলিপার্ক এলাকাতে স্থানান্তর করা হয়েছে |

আগামী ৮ই ফেব্রুয়ারী ২০২০ মেলা ভেন্যু নামে খ্যাত ওয়াইলইপার্কে দুপুর ১২ টা থেকে মধ্যরাত অবধি চলবে এ বসন্তমেলা | মেলায় যথারীতি থাকবে বিভিন্ন বিপণন ষ্টল, দেশি খাবারের ষ্টল সহ বিনোদনের অন্যান্য মাধ্যম | মেলার বিশেষ আকর্ষণ দেশ থেকে আগত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বিরতিহীন নাচ, গান, অভিনয়, ফ্যাশন শো, ফেস পেইন্টিং, বেলুন টুইস্টিং, ক্লাউন ফর কিডস সহ আরো অনেক আকর্ষণীয় আয়োজন |

সংগঠনের প্যাট্রন কাউন্সিলর শাহে জামান টিটো সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও বহুমুখী পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন ও তার সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন | প্রেস কনফারেন্সে সংগঠনের সভাপতি তিশা তানিয়া, সাধারণ সম্পাদক নাসরিন পলি, মুনা মোস্তফা ও সানজিদা আক্তার সাংবাদিকদের ব্রিফ করেন |এবারের বসন্তমেলার গর্বিত টাইটেল স্পনসর অস্ট্রাল বিল্ট |

বিষয়:

আরও পড়ুন

avertisements 2