বঙ্গবন্ধু সোসাইটি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ড. আব্দুর রাজ্জাকের ইন্তেকাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০১৯ | আপডেট: ০৬:১৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিডনির বাংলাদেশী কমিউনিটির প্রবীন নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুর রাজ্জাক আর নেই। তিনি আজ ২২ ডিসেম্বর দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্হায় সিডনির নরওয়েস্ট প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে..রাজেউন)।।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ড. আব্দুর রাজ্জাকে আদি নিবাস বাংলাদেশের বগুড়া জেলায়।
তিনি দীর্ঘ দিন সিডনির ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আইন বিভাগে শিক্ষকতা করেছেন। আগামীকাল দুপুরে লাকেম্বা বড় মসজিদে তার জানাযা হতে পারে। এরপর তাঁকে সিডনির রিভারস্টোন কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে। কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজন মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।